মীরসরাইয়ে বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় কলেজ শিক্ষার্থীর পাশে দাঁড়ালো ছাত্রদল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঐ শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন এর উদ্যোগে অসহায় কলেজ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই সহযোগিতা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীর অভিভাবক, বারইয়ারহাট কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজ উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম, পৌরসভা ছাত্রদল নেতা মোঃ জাবেদ।
এই বিষয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সংগঠন হিসেবে সবসময় সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ও মানবিক ডাকে পাশে দাঁড়িয়েছে।শিক্ষা,ঐক্য ও প্রগতিকে সামনে রেখেই ছাত্রদল এগিয়ে যাবে। আমরা একজন অসহায় বোনের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র।আপনারাও স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসুন,আসুন ভালো কাজের প্রতিযোগিতা করি, এভাবেই আমরা সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।