চট্টগ্রাম 1:43 am, Saturday, 27 September 2025

মিরসরাইয়ে বেদে পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বেদেপাড়ায় এক বেদে পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) সকাল ১১ টায় জোরারগঞ্জ বেদেপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিন্টু মিয়া ও তাঁর স্ত্রী পটু বেগম ও আসমা আক্তার। তারা বলেন, গত ২১ সেপ্টেম্বর রোববার বিকাল ৪টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সালাউদ্দিন কসাই, এমরান, শাহরিয়ার, শামীম, আসলাসহ ১০-১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে পটু বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ঘরে প্রবেশ করে বেপরোয়াভাবে ভাঙচুর শুরু করে। এতে বাঁধা দিতে এগিয়ে আসেন নারী-পুরুষসহ পরিবারের সদস্যরা। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পটু বেগমের স্বামী মিন্টু মিয়া, শাশুড়ি আসমা আক্তার, ভাগনে শরীফসহ অন্তত ৫ জন গুরুতর আহত হোন। একই সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।

হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে ফেলে। ফ্রিজ, টেলিভিশন, আলমিরা, ওয়াল ক্যাবিনেট, খাট, ওয়াইফাই রাউটারসহ বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।

জানা গেছে, পটু বেগম বাদী হয়ে চট্টগ্রাম জেলা আদালতে একটি মামলা (মামলা নং-৪০১/২৫) দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে জোরারগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম  বলেন, “এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেদে সম্প্রদায়ের উপর হামলাকারীদের বিরুদ্ধে

তদন্ত সাপেক্ষে  খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনগণ আর কোন ফ্যাসিবাদের জন্ম এদেশে হতে দিবে না: সীতাকুণ্ডে জামায়াতের সমাবেশে বক্তারা

মিরসরাইয়ে বেদে পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

Update Time : 07:09:18 pm, Thursday, 25 September 2025

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বেদেপাড়ায় এক বেদে পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) সকাল ১১ টায় জোরারগঞ্জ বেদেপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিন্টু মিয়া ও তাঁর স্ত্রী পটু বেগম ও আসমা আক্তার। তারা বলেন, গত ২১ সেপ্টেম্বর রোববার বিকাল ৪টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সালাউদ্দিন কসাই, এমরান, শাহরিয়ার, শামীম, আসলাসহ ১০-১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে পটু বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ঘরে প্রবেশ করে বেপরোয়াভাবে ভাঙচুর শুরু করে। এতে বাঁধা দিতে এগিয়ে আসেন নারী-পুরুষসহ পরিবারের সদস্যরা। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পটু বেগমের স্বামী মিন্টু মিয়া, শাশুড়ি আসমা আক্তার, ভাগনে শরীফসহ অন্তত ৫ জন গুরুতর আহত হোন। একই সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।

হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে ফেলে। ফ্রিজ, টেলিভিশন, আলমিরা, ওয়াল ক্যাবিনেট, খাট, ওয়াইফাই রাউটারসহ বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।

জানা গেছে, পটু বেগম বাদী হয়ে চট্টগ্রাম জেলা আদালতে একটি মামলা (মামলা নং-৪০১/২৫) দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে জোরারগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম  বলেন, “এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেদে সম্প্রদায়ের উপর হামলাকারীদের বিরুদ্ধে

তদন্ত সাপেক্ষে  খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।