“সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলার ২০ বছরে” স্লোগানকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রামের মিরসরাইতে ২০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আজ শুক্রবার সকাল ১১টায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার গ্রীন টাওয়ারের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার, জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল আল মামুন, বাংলাদেশ ক্যাবল নেটওয়ার্ক এসোসিয়েশনের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল আলম শামীম, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বৈশাখী টেলিভিশনের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি অজয় কুমার দাশ সহ ফায়ার সার্ভিস, মিরসরাই ক্যাবল নেটওয়ার্ক এর সকল সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।