চট্টগ্রামের মিরসরাইয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ছয় ব্যবসায়ীকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।
বেশি দামে পণ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জরিমানার পাশাপাশি প্রতিটি দোকানে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, কৃষি কর্মকর্তা প্রতাফ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদসহ জোরারগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।