মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির কিডস কুরআন ডিপ্লোমা (গ্রেড টু) ও কিডস কুরআন গ্র্যাজুয়েশন (গ্রেড ফাইভ) এর প্রথম গ্র্যাজুয়েশন সিরিমনি সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট মানার সিটিতে দিনব্যাপী অনুষ্ঠান মানারুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইবরাহিম আবু আরাবি’র সভাপতিত্বে বাংলা ভাষায় আবুল হোসেন, ইংরেজি ভাষায় নজরুল হক ও আরবি ভাষায় আইনুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. ফজলুল হক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টস ও টিচারস রিপ্রেজেন্টেটিভ আবদুস সালাম তালুকদার, কমিটি মেম্বার প্রফেসর আনিছুর রহমান খন্দকার, ফাউন্ডার প্রিন্সিপাল মাওলানা কোব্বাদ আহম্মদ, মাদার অক্সফোর্ড স্কুল ঢাকা শাখার ফাউন্ডার প্রিন্সিপাল রিভা খন্দকার, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন সুলতানা, মাদার অক্সফোর্ড স্কুলের গার্ডিয়ান এন্ড স্টুডেন্ট সুপারভাইজার তানজিনা খন্দকার, নিজামপুর সরকারি কলেজের অধ্যাপক শাহ মোহাম্মদ আবু তৈয়ব, ফাউন্ডিং ডিরেক্টর ফাতেমা আরাবি, ইঞ্জিনিয়ার কাজী শাহাদাত হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সুপার এডমিন মু. জিয়া উদ্দিন, অভিভাবক প্রতিনিধি হামিদুল ইসলাম। এসময় বক্তারা তিন ভাষায় অনুভ‚তি ব্যক্ত করেন কিডস কুরআন ডিপ্লোমা ও কিডস কুরআন গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েটরা। এছাড়া স্টুডেন্ট অব দ্য ইয়ার মোমেনা জান্নাত নাভা, এ্যাটেন্ডডেন্স এক্সিলেন্ট এ্যাওয়ার্ড আয়ান আল আয়মান, লিডারশীপ একাডেমিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড উম্মে হাবিবা সুমাইয়া, ইমপ্রুভমেন্ট এ্যাওয়ার্ড রুফাইদা আক্তার, ক্লাশ এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড আহনাফ মাহমুদ, তানজিমুল হক, ফরহাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন, যৌথ আবৃত্তি, যৌথ কোরআন তেলাওয়াত, নাশিদ পরিবেশন, জাতীয় সংগীত পরিবেশন, গাউন পরিধান ও টুপি উড়ানো, স্কাউট সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরন।
অনুষ্ঠানে কিডস্ কোরআন ডিপ্লোমা ও কিডস্ কোরআন গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েটদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















