চট্টগ্রামের মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভিড় দেখা যায়। কলেজ চত্বরে বেলুন, ফেস্টুন, আলোকসজ্জা ও রঙিন সাজসজ্জায় সৃষ্টি হয় উৎসবের আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামসুদ্দোহা। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করে তোমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে হবে। শুধু পরীক্ষার ফল নয়, চরিত্র গঠন, সময়ের মূল্যায়ন এবং সৎভাবে মানুষ হওয়ার মধ্যেই প্রকৃত শিক্ষা নিহিত। আগামী দিনে তোমরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই এখন থেকেই লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যেতে হবে।”
শুভেচ্ছা স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মাহফুজুল হক মনি, মিরসরাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুল আবছার, মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. শামীম রেজা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল্লাহ, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মিঠানালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলমসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষার্থী নাবিলা, ইমন ও জাকিয়া। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন প্রভাষক মো. ফোরকান বিন আহমেদ ও মো. শাহনেওয়াজ।
অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। শিক্ষার্থীদের হাতে ফুল, শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা। নতুনদের পদচারণায় কলেজ ক্যাম্পাস যেন প্রাণ ফিরে পায়।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ অল্প সময়ে মিরসরাই উপজেলায় অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার জায়গা তৈরি করেছে। ঈর্ষণীয় পরীক্ষার ফলাফল, নিরিবিলি পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকের যত্নশীল পাঠদান, অরাজনৈতিক নিরাপদ ক্যাম্পাস এবং দূরের শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধার কারণে ইতোমধ্যেই কলেজটি অঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে