চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি ইন্তেকাল করেন। রিপন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে ও উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মিরসরাই বিশেষ জাতীয় অর্থনীতি অঞ্চল সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
জানা গেছে, গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে চট্টগ্রাম নগরের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল বলেন, চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রিপন আজ সকালে ইন্তেকাল করেছেন। রিপনের আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সে এক মেয়ে ও এক পুত্র সন্তানের জনক। আজ বিকেলে কাজীর তালুক সমিতিরহাট মাদরাসা প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রিপনের দাফন সম্পন্ন হয়।
 
																			 মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
																মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি								 



















