চট্টগ্রামের মিরসরাই মুহুরী প্রজেক্টে ছিন্নমূল জনগোষ্ঠীর উপর হামলা ও মামলা করে মৎস্য প্রকল্প দখল চেষ্টার অভিযোগে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগী পরাবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমাইয়ার হাতে এই স্মারকলিপি তুলে দেয়া হয়। এসময় বেশ কয়েকজন ছিন্নমূল পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে দাবি করা হয় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৫ ওসমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাঁশখালী এলাকায় সিডি এসপি বাঁধের দুই পাশে সরকারি খাস জমিতে অস্থায়ী ঘর করে স৩ প্রজন্ম ধরে বসবাস করেছেন প্রায় ৬০ টি পরিবার। তারা নিজেদের পরিশ্রম ও অর্থায়নে ১৪ একরের একটি মৎস্য প্রকল্প করেন। কিন্তু উক্ত প্রকল্প কিছু সন্ত্রাসী দখলে নিতে ইতিমধ্যে পাঁয়তারা করছে। সন্ত্রাসীরা প্রকল্প দখলে নিতে ছিন্নমূল পরিবারের সদস্যদের উপর হামলা করে ও মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে গত মঙ্গলবার দুপুরে মুহুরী প্রকল্প এলাকায় একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী পরিবারের শ খানেক নারী ও পুরুষ সদস্য।