মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. কামরুল হাসান (৩৪) কে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।
শনিবার (৫ আগস্ট) রাতে মিরসরাই পৌরসভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামরুল মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকার আমির হোসনের পুত্র।
কামরুল হাসান মিরসরাই পৌর যুবদলের আহবায়ক।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, যুবদল নেতা কামরুলকে শনিবার রাতে মিরসরাই পৌর এলাকা থেকে আটক করা হয়েছে। গত ২০ জুলাই উপজেলার ছোট কমলদহ এলাকায় মোটরসাইকেল পোড়ানো মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে থানায় আরো তিনটি মামলা রয়েছে।
এদিকে কামরুলকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন।