চট্টগ্রাম 1:42 am, Friday, 28 November 2025

মিরসরাইয়ে যুবদল নেতা জিপসনের ‘বিতর্কিত’ বক্তব্য, কেন্দ্রীয় যুবদলের নোটিশ

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল। সম্প্রতি তার একটি বক্তব্যের ভিডিও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হলে এই নিয়ে বির্তক সৃষ্টি হয়। বিষয়টি যুবদল কেন্দ্রীয় কমিটির নজরে এলে জিপশনকে নোটিশ করে ৩ দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

গত ২৪ নভেম্বর সন্ধ্যায় মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী কেন্দ্র কমিটির প্রস্তুতি সভায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপশন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম -১ আসনে নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে কেন্দ্র কমিটিতে যারা বুকে অস্ত্র নিয়ে এগিয়ে যাবে, সেসব সাহসীদের রাখতে হবে। এই মন্তব্যটি ঘিরে দলের ভেতরে ও বাইরে সমালোচনার ঝড় ওঠে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে ইফতেখার মাহমুদ জিপশনকে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, তাঁর বক্তব্য দল ও দলের ভাবমূর্তি বিব্রতকর অবস্থায় ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইফতেখার মাহমুদ জিপশন বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কেউ দলের ঊর্ধ্বে নয়। আমি শীঘ্রই ঢাকা কেন্দ্রীয় দপ্তরে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সামনে সশরীরে উপস্থিত হয়ে আমার বক্তব্যের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করবো ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, মূলত বুকে অস্ত্র নেয়া বলতে তিনি সাহসীদের বুঝিয়েছেন। তাঁর বক্তব্যকে বিকৃত বা ভুলভাবে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ন্যায্য অধিকার আর ভরসার রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি মাঠে আছি- কাজী মোহাম্মদ সালাউদ্দিন

মিরসরাইয়ে যুবদল নেতা জিপসনের ‘বিতর্কিত’ বক্তব্য, কেন্দ্রীয় যুবদলের নোটিশ

Update Time : 11:14:06 pm, Thursday, 27 November 2025

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল। সম্প্রতি তার একটি বক্তব্যের ভিডিও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হলে এই নিয়ে বির্তক সৃষ্টি হয়। বিষয়টি যুবদল কেন্দ্রীয় কমিটির নজরে এলে জিপশনকে নোটিশ করে ৩ দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

গত ২৪ নভেম্বর সন্ধ্যায় মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী কেন্দ্র কমিটির প্রস্তুতি সভায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপশন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম -১ আসনে নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে কেন্দ্র কমিটিতে যারা বুকে অস্ত্র নিয়ে এগিয়ে যাবে, সেসব সাহসীদের রাখতে হবে। এই মন্তব্যটি ঘিরে দলের ভেতরে ও বাইরে সমালোচনার ঝড় ওঠে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে ইফতেখার মাহমুদ জিপশনকে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, তাঁর বক্তব্য দল ও দলের ভাবমূর্তি বিব্রতকর অবস্থায় ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইফতেখার মাহমুদ জিপশন বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কেউ দলের ঊর্ধ্বে নয়। আমি শীঘ্রই ঢাকা কেন্দ্রীয় দপ্তরে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সামনে সশরীরে উপস্থিত হয়ে আমার বক্তব্যের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করবো ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, মূলত বুকে অস্ত্র নেয়া বলতে তিনি সাহসীদের বুঝিয়েছেন। তাঁর বক্তব্যকে বিকৃত বা ভুলভাবে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।