চট্টগ্রাম 11:58 pm, Tuesday, 29 July 2025

মিরসরাইয়ে যুবলীগ ও পূজা উদযাপন পরিষদের নেতা গুলিবিদ্ধ

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক মিরসরাই উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) রাত ১০টায় উপজেলার মস্তাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে মহাসড়কের পাশে একটি মোটরসাইকেলে অমল নামের এক ব্যক্তির পেছনে বসে ছিলেন অনির্বাণ চৌধুরী রাজিব। এ সময় মুখোশ পরা সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে গুলি ছোড়ে। এতে অমলের পায়ে একটি গুলি এবং রাজিবের কোমরের দুই পাশে দুটি গুলি লাগে।

আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে রাজিবকে হাসপাতালে আনা হয়। তার পিঠে কোমরের দুই পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল তুহিন বলেন, ‘এক্সরেতে রাজিব দাদার শরীরে গুলির চিহ্ন স্পষ্ট দেখা গেছে। রাতেই তার অপারেশন না হওয়ায় আমরা খুবই হতাশ। দ্রুত চিকিৎসা না হলে অবস্থা আরও খারাপ হতে পারে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সীতাকুণ্ডে আওয়ামী পদধারী সাংবাদিকদের প্রতারণা: ব্যক্তিগত সাক্ষাৎকে প্রেস ক্লাবের মতবিনিময় বলে প্রচার

মিরসরাইয়ে যুবলীগ ও পূজা উদযাপন পরিষদের নেতা গুলিবিদ্ধ

Update Time : 09:25:31 am, Monday, 28 July 2025

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক মিরসরাই উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) রাত ১০টায় উপজেলার মস্তাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে মহাসড়কের পাশে একটি মোটরসাইকেলে অমল নামের এক ব্যক্তির পেছনে বসে ছিলেন অনির্বাণ চৌধুরী রাজিব। এ সময় মুখোশ পরা সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে গুলি ছোড়ে। এতে অমলের পায়ে একটি গুলি এবং রাজিবের কোমরের দুই পাশে দুটি গুলি লাগে।

আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে রাজিবকে হাসপাতালে আনা হয়। তার পিঠে কোমরের দুই পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল তুহিন বলেন, ‘এক্সরেতে রাজিব দাদার শরীরে গুলির চিহ্ন স্পষ্ট দেখা গেছে। রাতেই তার অপারেশন না হওয়ায় আমরা খুবই হতাশ। দ্রুত চিকিৎসা না হলে অবস্থা আরও খারাপ হতে পারে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।