চট্টগ্রাম 7:48 pm, Friday, 15 August 2025

মিরসরাইয়ে শাহীদ চৌধুরীর নেতৃত্বে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে ৮০টি বৃক্ষরোপণ

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮০টি বৃক্ষ রোপণ রোপন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার বড়তাকিয়ায় ইকোনোমিক জোন সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি ৮০টি গাছ রোপণ করা হয়।

এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, “গাছ হলো পরিবেশের পরম বন্ধু। আমরা চাই পরিবেশ সংরক্ষণ ও সুস্থ সমাজ গঠনে সকলে একসাথে এগিয়ে আসুক। এই কর্মসূচির মাধ্যমে আমরা নিরাপদ মিরসরাই গড়তে এক লক্ষ দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের সূচনা করলাম। এটি কেবল কার্বন ড্রাই অক্সাইড কমিয়ে পরিবেশকে সমৃদ্ধ করবে না, বরং আগামী প্রজন্মের জন্যও একটি সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।

” বৃক্ষরোপণ কার্যক্রম শেষ হওয়ার পর দক্ষিণ সৈদালী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সকল উপস্থিত জনতা দোয়া করেন।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সমাজে এক সুস্থ জীবনধারার প্রচার করার পাশাপাশি মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতির বন্ধনকেও মজবুত করবে।

শাহিদুল ইসলাম চৌধুরী ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়া লালানগরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ে শাহীদ চৌধুরীর নেতৃত্বে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে ৮০টি বৃক্ষরোপণ

Update Time : 07:15:17 pm, Friday, 15 August 2025

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮০টি বৃক্ষ রোপণ রোপন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার বড়তাকিয়ায় ইকোনোমিক জোন সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি ৮০টি গাছ রোপণ করা হয়।

এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, “গাছ হলো পরিবেশের পরম বন্ধু। আমরা চাই পরিবেশ সংরক্ষণ ও সুস্থ সমাজ গঠনে সকলে একসাথে এগিয়ে আসুক। এই কর্মসূচির মাধ্যমে আমরা নিরাপদ মিরসরাই গড়তে এক লক্ষ দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের সূচনা করলাম। এটি কেবল কার্বন ড্রাই অক্সাইড কমিয়ে পরিবেশকে সমৃদ্ধ করবে না, বরং আগামী প্রজন্মের জন্যও একটি সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।

” বৃক্ষরোপণ কার্যক্রম শেষ হওয়ার পর দক্ষিণ সৈদালী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সকল উপস্থিত জনতা দোয়া করেন।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সমাজে এক সুস্থ জীবনধারার প্রচার করার পাশাপাশি মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতির বন্ধনকেও মজবুত করবে।

শাহিদুল ইসলাম চৌধুরী ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।