“সুস্থ, সুন্দর,সমাজ বিনির্মানে আমরা অঙ্গীকার বদ্ধ” স্লোগানে গড়ে উঠা একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন”চাইল্ড কেয়ার বাংলাদেশ” কর্তৃক ‘উষ্ণতার পরশ ছড়িয়ে দিবো সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে’ এই স্লোগানকে সামনে রেখে ৪র্থ বারের মত শীত বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠান ৬ই ডিসেম্বর শুক্রবার “সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়” ফরেস্ট অফিস/ করেরহাটে প্রায় ৬০জন শিক্ষার্থীদের মাঝে শীতের জামা বিতরণ উপহার অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা এহসান করিম ইমন এর উদ্দ্যোগে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক নূরের-নবী ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ইমন এবং আইয়ুব নবীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন কো-চেয়ারম্যান ও পরিচালক তৌফিকুল ইসলাম তপু এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে জাগ্রত প্রতিভা সংগঠন সভাপতি গোলাম মর্তুজা, আদর্শ বন্ধু ফোরাম সংগঠন সভাপতি দীন মোহাম্মদ এছাড়াও প্রজন্ম মীরসরাই পরিচালক ওমর ফারুক এবং উদয়ন ক্লাব সংগঠন সভাপতি শাহীন চৌধুরি সহ মিরসরাই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আবু সায়েদ তুহিন ও বিডি ক্লিন সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, উষা ত্রিপুরা (পাড়া সর্দার) এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ‘শিউলী, শ্রাবন্তী, অপু ত্রিপুরা সহ অভিবাবকগণ।
এছাড়াও সংগঠনের কার্যকরী সদস্যদের মধ্যে সহ সংগঠনিক সম্পাদক- সাদিয়া হায়দার, সহ-অর্থ সম্পাদক- মনি, প্রচার সম্পাদক – মারুফ, ধর্ম বিষয়ক সম্পাদক – হান্নান,প্রযুক্তি বিষয়ক সম্পাদক – এমরান, ক্রীড়া বিষয়ক সম্পাদক – আবির, এছাড়াও সদস্য- আইয়ুব, তাসফিক, অপু, ইয়ামান,সাহিল, তাহসিনা সহ আরো অনেকে।
যাদের অক্লান্ত পরিশ্রম এবং অনুদানের মাধ্যমে অনুষ্ঠান সফল হয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সংগঠনের নেতৃবৃন্দ।