চট্টগ্রামের মিরসরাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারে অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব ৭।
আটক আসামিরা হলো – মোঃ নুরুজ্জামান (৩৭), মোঃ আঃ হান্নান (৩৯) ।
আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে রংপুরের দিকে নিয়ে যাচ্ছে।
জিজ্ঞাসাবাদে আসামিরা আরও জানায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে রংপুরসহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা।
র্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারস্থ গ্রীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালানো হয়। এ সময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক শ্যামলী পরিবহন নামের ১টি বাস থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে দাঁড়ায়। এ সময় ২ জন যুবক গাড়ি থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় র্যাব তাদের গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে বাসের মালামাল রাখার বক্সের ভিতর ৫টি সাদা প্লাস্টিকের বস্তা হতে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।
জোরায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, আসামিদের থানায় নিয়ে আসার পর মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে