চট্টগ্রামের মিসরাইয়ে কলেজ শিক্ষার্থীদের পিকনিকের একটি বাস দুর্ঘটনার পড়েছে। এতে নিয়ন্ত্রণ হারানো বাসটির নিচে চাপা পড়ে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় সড়কের বাইরের ছিটকে পড়া বাসের চালক ও শিক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। আহতরা হলেন কলেজ শিক্ষার্থী শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আশিক ও আঁখি। আহত অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শুক্রবার ( ২৪ জানুয়ারী) সকাল ৭ টায় উপজেলার মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে হাদি মূসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত বাসে থাকা নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে দুটি বাসে করে বৃহস্পতিবার রাত বারোটায় নারায়ণগঞ্জ থেকে প্রথমে রাঙামাটি ও পরে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। পথে মিরসরাই উপজেলায় সম্ভবত সড়কের উপরে উঠে যাওয়া মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে আমাদের বাসটি সড়কের বাইরে ছিটকে পড়ে। বাসে আমরা শিক্ষক শিক্ষার্থী মিলে ৪০ জন ছিলাম। দুর্ঘটনায় বাসের চালক ও আমাদের শিক্ষার্থীসহ একাধীক জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। চালক বাঁচাতে চাওয়া সেই মানসিক প্রতিবন্ধী ব্যক্তি বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে দুর্ঘটনাস্থলে থাকা জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. জিয়াউদ্দিন বলেন মিঠাছাড়া বাজার এলাকায় কলেজ শিক্ষার্থীদের বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে শুনে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে উদ্ধার কাজে অংশ নিয়ে বাসের চালক ও শিক্ষার্থীদের উদ্ধার করেছি আমরা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা তার পরিচয় সনাক্ত করতে চেষ্টা করছি। দুর্ঘটনায় কবলিত বাসটি উদ্ধার থানায় নিয়ে যাচ্ছি।