চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি জেরে গলায় ফাঁস দিয়েছেন রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ। শনিবার (১২ অক্টোবর) রাত ৯ টায় মিরসরাই পৌরসভা’র ডাকবাংলো এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
তাদের সংসারে রায়হান নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে।
রোজিনা আক্তার জামালপুর জেলার মালিপাড়া এলাকার জহুরুল ইসলামের স্ত্রী। জহুরুল ইসলাম মিরসরাইয়ের বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে একটি কোম্পানির অডিটর হিসেবে কর্মরত।
জানা গেছে, চাকরির সুবাদে স্ত্রী-সন্তান নিয়ে মিরসরাইয়ের ডাকবাংলো এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন জহুরুল। শনিবার মশা ও মশারী টাঙ্গানোকে কেন্দ্র করে তার সঙ্গে স্ত্রী রোজিনার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দেন রোজিনা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরিফুল হুদা বলেন, হাসপাতালে আনার আগে রোজিনা আক্তার মারা গেছেন। গলার ফাঁসে এবং ঠোঁটের নিচে কাটা দাগ রয়েছে। তার স্বামীর ভাষ্যমতে রোজিনা যখন গলায় ফাঁস দেন তখন তাকে নামানোর সময় নিচে পড়ে গিয়ে ঠোঁটের নিচে কেটে গেছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ মামুন বলেন, গৃহবধূর লাশ পোস্টমর্টেম জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে। আপাতত দৃষ্টিতে সন্দেহজনক মনে হচ্ছে। স্বামী জহুরুলকে আটক করা হয়েছে। ভিকটিমের ভাই মাসুদ রানা মিরসরাই থানায় মামলা দায়ের করেছে।