মিরসরাইয়ে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকার নাহার মোটরস এর সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় তার সাথে থাকা উদ্ধারকৃত মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রোভক্স গাড়ী (রেজিঃ নং-ঢাকা মেট্টো গ-১৯-৯০৮৭) জব্দ করা হয়। এসময় গাড়ী তল্লাশী করে তার জিম্মায় থাকা ১শত পিস ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী হলো জোরারগঞ্জ থানাধীন ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সরকার তালুক গ্রামের লেপের সওদাগর বাড়ীর মৃত বদিউল্লার ছেলে রহিম উল্লাহ প্রকাশ রনিকে (৩৫) আটক করা হয়।
এ ঘটনায় থানার এসআই সুফল চন্দ্র সিংহ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেন। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, গোপন সংবােেদর ভিত্তিতে ১শ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে এবং একটি গাড়ীও জব্দ করা হয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এছাড়া তার বিরুদ্ধে লোহাগাড়া থানার মামলা নং-১৭, তারিখ- ১২ নভেম্বর, ২০২৩ ইং, জোরারগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ- ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ইং, পটিয়া থানার মামলা নং-৩০ তারিখ- ২৬ জানুয়ারি, ২০২২ ইং, জোরারগঞ্জ থানার মামলা নং-২, তারিখ-৮ ফেব্রুয়ারি, ২০২০ ইং সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েকরকৃত মামলা সমূহের আসামী।