চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ হাজার ৫ শত ইয়াবা ট্যাবলেট সহ ৬ জন তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া)কে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
রবিবার (১৩ জুলাই) মিরসরাই প্রাণী সম্পদ অফিসের সামনে বিকাল সাড়ে ৪ টায় শ্যামলী পরিবহন থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে এস আই সায়েদুর রহমান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চট্টগ্রাম টু ঢাকাগামী “শ্যামলী পরিবহন” বাস যোগ কতিপয় ব্যক্তিরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় যাচ্ছে । শ্যামলী বাস নং ঢাকা মেট্রো-ব-১৫-০৬৭৫ গাড়ী পুলিশ থামিয়ে যাত্রীদের চেক করার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেইনে বাসের মধ্যে যাত্রী বেশে মাদককারবারী ৬জন হিজড়া বাস থেকে নামার চেষ্টাকালে তাদের আটক করেন ।
আটককৃত ব্যক্তিদের উপস্থিত সাক্ষীদের সম্মুখে মহিলা পুলিশ দ্বারা তল্লাশি কালে তাদের কোমরের সাথে স্কচটেপ দ্বারা বাঁধা অবস্থায় পাঁচ জন হিজড়ার সাথে দুই হাজার করে মোট দশ হাজার এবং অপর এক জন হিজড়ার সাথে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় পনেরো শতসহ সর্বমোট এগারো হাজার পাঁচশত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ৬ হিজড়াকে গ্রেফতার করা হয়।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ধৃত হিজড়াদের জিজ্ঞাসাবাদে নাম ঠিকানা যাচাই বাচাই চলমান রয়েছে।
গ্রেফতারকৃত ৬ জন আসামী, তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া)। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।