চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে উপজেলার ষোলগেট মাছঘাট, ইছাখালী সংলগ্ন এলাকা থেকে ১,৮০,০০,০০০/- টাকা (এক কোটি আঁশি লক্ষ টাকা) মূল্যেন জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী এলাকায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে অভিযান পরিচালনা করা হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মিরসরাই উপজেলার ষোলগেট মাছঘাট, ইছাখালী সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ১২০,০০০ মিটার দৈর্ঘ্যের চরঘেরা জাল অপসারণ করা হয়। পাশাপাশি ২৪ কেজি অবৈধভাবে আহরণকৃত সামুদ্রিক মিশ্র মাছ (গুলশা, চিংড়ি, বাটা ইত্যাদি) জব্দ করা হয়। জালের মূল্য ১,৮০,০০,০০০/- টাকা (এক কোটি আঁশি লক্ষ টাকা) ।
জালগুলো ষোলগেট মাছঘাট, ইছাখালীতে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড, মীরসরাই অংশগ্রহণ করেন। বঙ্গোপসাগরে আগামী ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ইলিশহ সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞা সময়ে আমাদের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।