চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, সিপিএসসি ২৪ মামলার আসামী হকসাবসহ ৪ সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে কক্সবাজার ক্যাম্প গত ৯ আগষ্ট দুপুর ২ টায় কক্সবাজার সদর থানাধীন লাবনী পয়েন্ট হতে জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী জোরারগঞ্জ থানার খিল মুরারী গ্রামের শাহ আলমের ছেলে মোঃ হকসাব (২৭), জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের আবুল কাসেমের ছেলে ইউসুফ (২৬), জোরারগঞ্জ এলাকার খিলমুরারী গ্রামের আবুল হোসেনের ছেলে মো: আবু সাইদ (২৭), জোরারগঞ্জ এলাকার পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার ওবাইদুল হকের ছেলে এমরান হোসেন (২৭) কে
গ্রেফতার করে এবং র্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে আসামী মোঃ হকসাব (২৭) এর প্রদত্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের অফিসার ফোর্স আসামীর জ্ঞাতসারে গোপনীয় হেফাজত হতে দুইটি ওয়ান শুটারগান, চার টি কার্তুজ উদ্ধার করেন।
১ নং আসামী মোঃ হকসাব (২৭),এর বিরুদ্ধে র্যাব-৭ কর্তৃক দায়েরকৃত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তাহার বিরুদ্ধে ১টি মাদক মামলায় ১ বছরের সাজা গ্রেফতারী পরোয়ানা এবং ৩টি পৃথক মামলায় গ্রেফতারী পরোয়ানা সহ সর্বমোট ২৪টি মামলার আসামী। এছাড়া অপরাপর আসামীরাও জোরার গন্জ থানার একাধিক মামলার এজাহার নামীয় আসামী বলে জানা গেছে ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, দীর্ঘ দিন ধরে জোরারগঞ্জ থানা এলাকার খিলমুরারী এলাকায় শীর্ষ সন্ত্রাসী হকসাবের নেতৃত্বে অপরাধী কার্যক্রম চলছে। র্যাব তাদের কক্সবাজার থেকে গ্রেফতার করে আজ জোরারগঞ্জ থানায় সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হস্তান্তর করা হবে।