আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে গণসংযোগ ও তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিপলেট বিতরণ করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহিদুল ইসলাম চৌধুরী। এসময় তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।
সমগ্র মিরসরাইব্যাপী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বড়তাকিয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণের পর খৈয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বড়তাকিয়া স্টেশনে উঠান বৈঠক করেন তিনি।
শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, আপনারা যারা ধানের শীষের লোক, আপনারা যেমন চান মিরসরাই আসন যোগ্য লোকের হাতে যাক, আমাদের নেতা তারেক রহমানও আপনাদের মতো করেই ভাবেন। তিনি ইতোসধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। মনোনয়ন পাওয়ার যেসকল যোগ্যতার কথা বলা হয়েছে, সেসকল দিক বিবেচনায় মনোনয়ন আপনাদের চিন্তা চেতনার বাইরে যাবে না।
তিনি আরও বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। আমাদের প্রধান লক্ষ্য ধানের শীষের জন্য কাজ করা। সে লক্ষ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে বিভিন্ন ইউনিয়নের গণমানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। মিরসরাইব্যাপী ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে এটা স্পষ্ট যে আগামী নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে।
গণসংযোগকালে প্রতিটি স্থানে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী ও নবীণ-প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন শাহীদুল ইসলাম চৌধুরী।এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।