চট্টগ্রাম 2:55 pm, Friday, 18 July 2025

মিরসরাইয়ে ৩৭০ ফুট গোলকাঠ জব্দ

বন বিভাগের করেরহাট রেঞ্জাধীন কয়লা বন বিটের কয়লা এলাকায় ৩৭০ ফুট কাঠ জব্দ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল আনু: ০১:৩০ ঘটিকার সময় বিজিবি সদস্যের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনা করে রাস্থার পাশে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ৪৪৪ টুকরা কাঠ ৩৭০.২৪ ঘনফুট সেগুন, গামার, ও বিবিধ গোলকাঠ আটক করা হয়। উক্ত বনজ দ্রব্যের স্বপক্ষে বৈধ কোন কাগজ বা মালিক না পাওয়ায় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল নিজস্ব ব্যবস্থাপনায় কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়েছে।

এব্যাপারে মো: তারিকুর রহমান রেঞ্জ কর্মকর্তা,করেরহাট রেঞ্জ এর নির্দেশে জনাব মো:আসলাম হোসেন,বিট কর্মকর্তা,কয়লা বন বিট ও সংশ্লিষ্ট সহকর্মীসহ অভিযান পরিচালনা করে বন অপরাধটি উদঘাটন করা হয় এবং এব্যাপারে যথাসময়ে আইনী পদক্ষেপ গ্রহন করা হইবে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সীতাকুণ্ডে সওজের দখল হওয়া জায়গা উদ্ধারে অভিযান

মিরসরাইয়ে ৩৭০ ফুট গোলকাঠ জব্দ

Update Time : 10:55:44 am, Friday, 18 July 2025

বন বিভাগের করেরহাট রেঞ্জাধীন কয়লা বন বিটের কয়লা এলাকায় ৩৭০ ফুট কাঠ জব্দ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল আনু: ০১:৩০ ঘটিকার সময় বিজিবি সদস্যের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনা করে রাস্থার পাশে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ৪৪৪ টুকরা কাঠ ৩৭০.২৪ ঘনফুট সেগুন, গামার, ও বিবিধ গোলকাঠ আটক করা হয়। উক্ত বনজ দ্রব্যের স্বপক্ষে বৈধ কোন কাগজ বা মালিক না পাওয়ায় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল নিজস্ব ব্যবস্থাপনায় কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়েছে।

এব্যাপারে মো: তারিকুর রহমান রেঞ্জ কর্মকর্তা,করেরহাট রেঞ্জ এর নির্দেশে জনাব মো:আসলাম হোসেন,বিট কর্মকর্তা,কয়লা বন বিট ও সংশ্লিষ্ট সহকর্মীসহ অভিযান পরিচালনা করে বন অপরাধটি উদঘাটন করা হয় এবং এব্যাপারে যথাসময়ে আইনী পদক্ষেপ গ্রহন করা হইবে বলে জানান।