মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবাবীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার (১১ ডিসেম্বর ২০২৪) রাতে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে।
ওসি শিফাতুল মাজদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। পুলিশের এই সফল অভিযানকে মাদক নিয়ন্ত্রণে একটি বড় সাফল্য উল্লেখ করে ‘ওসি’ বলেন, এসআই মো. আশিকুল ইসলাম এবং তার সঙ্গীয় ফোর্স পুলিশের একটি দল নিয়ে অভিযানে নেমে, জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামস্থ হাবিলদারবাসা থেকে ধুমঘাট ব্রিজের দিকে যাওয়ার পথে মাদক ব্যবসায়ী মো. দিদারুল আলম (৪৫) কে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪৮ কেজি গাঁজা, যা ৪৮ টি পোটলায় মোড়ানো অবস্থায় ছিল।
এছাড়া, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কারও আটক করা হয়েছে। যার রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-গ-১২-৪০৫২।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক সহকারীর অনুসন্ধান চলছে। পুলিশ জানিয়েছে, আটক গাঁজার মূল্য আনুমানিক ৪,৮০,০০০ টাকা এবং প্রাইভেট কারের মূল্য প্রায় ১৫,০০,০০০ টাকা।
পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. দিদারুল আলমের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং গ্রেফতারকৃতের দেয়া তথ্যমতে সঙ্গী ফরহাদ হোসেন রাজু (৩৫) কে ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের, এ ঘটনায় জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং: ১২, তারিখ: ১২/১২/২০২৪, জোরারগঞ্জ থানা, চট্টগ্রাম।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রামের আদালতে প্রেরণ করে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে