চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের চিফ এজেন্টের উপর হামলার অভিযোগ করেছে শেখ আতাউর রহমানের ঘোড়া প্রতীকের সমর্থক স্থানীয় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারসহ তার কর্মীরা।
বুধবার (৮ মে) মঘাদিয়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয় এই কেন্দ্রের প্রধান সমন্বয়ক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল ও হামিদ উল্লাহ চৌধুরীসহ অজ্ঞাত ৪ জন।
অপর দিকে দুপুর ১.২৫ মিনিটে ৮ নং দুর্গাপুর এনসি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকের কর্মীদের অভিযোগ কাপপিরিজের সমর্থকরা ফেনী থেকে ২০/২৫ জন বহিরাগত এনে তাঁদের উপর হামলা করে এতে গুরুতর আহত হোন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এমরান হোসেন সোহেল,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র লীগের সহ-সভাপতি আরিফুর রহমান, আ’লীগ নেতা আরিফ শাহ আদর ও শরিফ উদ্দিনসহ প্রমুখ।
কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়নের প্রধান নির্বাচনী এজেন্ট শাখাওয়াত উল্লাহ রিপন জানান, জাহাঙ্গীর হোসাইন মাষ্টার যিনি কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর এই কেন্দ্রের প্রধান সমন্বয়ক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল ও হামিদ উল্লাহ চৌধুরী। তাদের লাঠিসোঁটা দিতে পিটিয়ে আহত করে। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তিনি আরো জানান, ঘোড়ার প্রতীকের সমর্থকরা চাচ্ছে নৈরাজ্য সৃষ্টি করে শুধু স্থানীয় চেয়ারম্যানদের গ্রামের লোকজনকে ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ দিচ্ছে। বাকি দুটো গ্রামের মানুষদের আটকে রেখেছে। কেন্দ্রে আসতে দিচ্ছে না। ভোটকেন্দ্রে বাধা দিয়ে জবর দখল করে ভোটের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মৌমিতা রায় জানান, নির্বাচন সংক্রান্ত ঝামেলায় একজন আহত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর লোকজন হট্টগোল সৃষ্টি করে আমি জনপ্রতিনিধি হিসেবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। প্রার্থী নিজে লোকজন নিয়ে এসে কেন্দ্রে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে।
মঘাদিয়া ইউনিয়নে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঝামেলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বর্তমানে পরিবেশ শান্ত।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 



















