চট্টগ্রামের মিরসরাই ১৫ নং ওয়াহেদপুর বিএনপির উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (২ অক্টোবর) বিকালে মিরসরাই উপজেলার হাদিফকিরহাট নিজামপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারেক রহমানের ৩১ দফা কর্মসুচী সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
কর্মসুচীতে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, ১৫ নং ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান রুমেল, ১৫ নং ইউনিয়ন যুবদল সদস্য সচিব মাইনুদ্দিন, ১৫ নং ইউনিয়ন ছাত্রদল, আহবায়ক রাকিব, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল শ্রমিক দল, নেতৃবৃন্দ।
এসময় বিএনপির নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল তৈরী করেছিল। সার্কের স্বপ্নদষ্টা জিয়ার হাতেই বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে উঠেছিল। মিরসরাই জনপদে নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়েছে। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে ১৭ বছর মিরসরাইয়ের মাঠে ময়দানে নেতাকর্মীদের পাশে ছিলেন আমিন চেয়ারম্যান। আশা করি তারেক রহমান কোন আগন্তুক বা স্বৈরাচারের দালালদের বাদ দিযে ত্যাগীদের মূল্যায়ন করবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








