বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা ও বারিয়ারহাট শাখার উদ্যোগে ২৮ অক্টোবর হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল উত্তর সমাবেশে মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে সেক্রেটারি মোঃ আনোয়ার উল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির সন্দ্বীপ আসনে জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী জনাব আলা উদ্দিন সিকদার ।
প্রধান অতিথি বলেন, আজ সময় এসেছে খুনিদের বিচারের আওতায় নিয়ে আসার। ইনশাআল্লাহ সকল খুনের বদলা নেওয়া হবে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কাকে বিজয় করার মাধ্যমে। চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইউসুফ বিন আবু বকর মাওলানা নিজাম উদ্দিন, মোঃ শিহাব উদ্দিন, শফিকুল আলম সিকদার, মোঃ লোকমান হোসেন, হাফেজ ইকরাম, সাকিবসহ প্রমুখ।
অপর দিকে জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদীর নেতৃত্বে বারিয়ারহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামী বাকশালি চক্র নারকিয় তান্ডব চালিয়ে জামাত শিবিরের একাধিক নেতাকর্মীকে খুন করেছে। এদের বিচার করতে হবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















