জামায়াতে ইসলামী মিরসরাই ১ নং করেরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে অবহেলিত সড়ক সংস্কার করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ইউনিয়নের দক্ষিণ অলিনগর আকবরনগর, কামাল সরকার, লাদেনের টিলাসহ ৩টি সড়কে এ সংস্কার কাজ করা হয়।
মিরসরাই উপজেলা জামায়াতের তত্ত্বাবধানে ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের জামায়াত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় এবং ১ নম্বর করেরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এসব সড়কের সংস্কার কাজ করা হয়।
সংস্কার কাজের উদ্বোধনে ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, ১ নম্বর করেরহাট ইউনিয়ন শাখা জামায়াতের আমির মাস্টার ফখরুল আলম ভূঁইয়া, করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার জামায়াতের সভাপতি আমিনুল হকসহ জামায়াতের অন্য নেতাকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কটি সংস্কার কার্যক্রম দেখে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। একইসাথে শিগগিরই সরকারিভাবে টেকসই রাস্তা সংস্কারের দাবি জানান ত