চট্টগ্রাম 11:02 am, Saturday, 9 August 2025

মিরসরাই ক্যাফে ভাংচুর ও লুটের ঘটনায় মামলা

চট্টগ্রামের মিরসরাই ক্যাফে’তে হামলা ভাংচুর, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাতে মিরসরাই ক্যাফের স্বত্বাধিকারী এস এম সাফাত ইশতিয়াক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করা হয়েছে।

মামলার এজহার বলা হয়া, ঘটনার কয়েকদিন আগে কয়েকজন কাস্টমার নিজেদের এলাকার ছেলে পরিচয় দিয়ে ম্যানেজারের নিকট ডিসকাউন্ট দাবি করে। এছাড়াও আরো বিভিন্ন ইস্যু নিয়ে গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭ টায় হঠাৎ অজ্ঞাতনামা ১৫/২০ জন দুষ্কৃতিকারী পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র-শস্ত্রসহ নিয়ে মিরসরাই ক্যাফে রেস্টুরেন্টে প্রবেশ করে কর্মচারীদের মারধরসহ রেস্টুরেন্টটিতে ব্যাপক তাণ্ডব চালিয়ে মিরসরাই ক্যাফের চেয়ার, টেবিল, গ্লাস, খাবারের জিনিসপত্র, সিসি ক্যামেরা টুলস্ সহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে এতে ক্যাফের চার লাখ টাকার ক্ষতি করে।

একপর্যায়ে কয়েকজন আসামী রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারে প্রবেশ করে প্রতিষ্ঠানের ম্যানেজার মো: আবদুল্লাহ’কে মারধর করে জখম করে। ক্যাশিয়ার শিরিনা আক্তারের জামা-কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি করে এবং একপর্যায়ে ক্যাশ টেবিলের উপর থাকা তার একটি শাওমি ব্রান্ডের মোবাইল ফোন এবং ক্যাশে থাকা আনুমানিক ৬০ হাজার টাকা লুট করে। এছাড়াও তাদের ভাংচুর তাণ্ডবে রেস্টুরেন্টে থাকা কয়েকজন কাস্টমারও আহত হয়েছে। আসামীরা যাওয়ার সময় উক্ত বিষয়ে কোন মামলা /অভিযোগ করলে হত্যার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

মিরসরাই ক্যাফের স্বত্বাধিকারী এস এম সাফাত ইশতিয়াক বলেন, ক্যাফেতে যে ঘটনাটি ঘটেছিল অত্যন্ত ভয়ানক এবং কোনো ভাবেই উপেক্ষা করা যায়না। ঘটনার সুষ্ঠু তদন্তও বিচারের দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী যেন সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আশা করছি আপনাদের সকলের ভালোবাসায় মিরসরাই ক্যাফে খুব শীঘ্রই নতুন ভাবে পুনরায় চালু হবে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, মিরসরাই ক্যাফেতে হামলার ঘটনায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। এঘটনায় ক্যাফের মালিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শীঘ্রই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

“নবদিগন্ত মিরসরাই”র কার্যকরী কমিটি গঠিত

মিরসরাই ক্যাফে ভাংচুর ও লুটের ঘটনায় মামলা

Update Time : 06:17:32 pm, Wednesday, 23 October 2024

চট্টগ্রামের মিরসরাই ক্যাফে’তে হামলা ভাংচুর, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাতে মিরসরাই ক্যাফের স্বত্বাধিকারী এস এম সাফাত ইশতিয়াক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করা হয়েছে।

মামলার এজহার বলা হয়া, ঘটনার কয়েকদিন আগে কয়েকজন কাস্টমার নিজেদের এলাকার ছেলে পরিচয় দিয়ে ম্যানেজারের নিকট ডিসকাউন্ট দাবি করে। এছাড়াও আরো বিভিন্ন ইস্যু নিয়ে গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭ টায় হঠাৎ অজ্ঞাতনামা ১৫/২০ জন দুষ্কৃতিকারী পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র-শস্ত্রসহ নিয়ে মিরসরাই ক্যাফে রেস্টুরেন্টে প্রবেশ করে কর্মচারীদের মারধরসহ রেস্টুরেন্টটিতে ব্যাপক তাণ্ডব চালিয়ে মিরসরাই ক্যাফের চেয়ার, টেবিল, গ্লাস, খাবারের জিনিসপত্র, সিসি ক্যামেরা টুলস্ সহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে এতে ক্যাফের চার লাখ টাকার ক্ষতি করে।

একপর্যায়ে কয়েকজন আসামী রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারে প্রবেশ করে প্রতিষ্ঠানের ম্যানেজার মো: আবদুল্লাহ’কে মারধর করে জখম করে। ক্যাশিয়ার শিরিনা আক্তারের জামা-কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি করে এবং একপর্যায়ে ক্যাশ টেবিলের উপর থাকা তার একটি শাওমি ব্রান্ডের মোবাইল ফোন এবং ক্যাশে থাকা আনুমানিক ৬০ হাজার টাকা লুট করে। এছাড়াও তাদের ভাংচুর তাণ্ডবে রেস্টুরেন্টে থাকা কয়েকজন কাস্টমারও আহত হয়েছে। আসামীরা যাওয়ার সময় উক্ত বিষয়ে কোন মামলা /অভিযোগ করলে হত্যার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

মিরসরাই ক্যাফের স্বত্বাধিকারী এস এম সাফাত ইশতিয়াক বলেন, ক্যাফেতে যে ঘটনাটি ঘটেছিল অত্যন্ত ভয়ানক এবং কোনো ভাবেই উপেক্ষা করা যায়না। ঘটনার সুষ্ঠু তদন্তও বিচারের দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী যেন সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আশা করছি আপনাদের সকলের ভালোবাসায় মিরসরাই ক্যাফে খুব শীঘ্রই নতুন ভাবে পুনরায় চালু হবে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, মিরসরাই ক্যাফেতে হামলার ঘটনায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। এঘটনায় ক্যাফের মালিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শীঘ্রই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে