মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রতি ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ঘড়িয়াশ এলাকায় আগুনে পুড়ে ৩ টা পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকালে ঘড়িয়াশ গ্রামে অসহায় পরিবারগুলোকে টিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন মিরসরাই উপজেলা জামায়াত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির, তিনি বলেন সম্পদের ক্ষয়ক্ষতি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তিনি অসহায় পরিবার কে ধৈর্য ধরতে বলেন, জামায়াত একটি মানবিক সংগঠন, মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছেন, তিনি সকলকে জামায়াতের পতাকা তলে শামিল হওয়ার আহ্বান জানান। এতে আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব আনোয়ার উল্লাহ আল মামুন, বায়তুল মাল সেক্রেটারি জনাব নিজাম উদ্দিন অফিস সেক্রেটারী জনাব শফিকুল আলম সিকদার ও ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা ফারুক প্রমুখ।