চট্টগ্রাম 11:05 am, Saturday, 9 August 2025

মিরসরাই জোরারগঞ্জ থানায় মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলায় ৩৫ জনের নামে মামলা

বিএনপি’র উদ্যোগে ঢাকা থেকে  রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’র গাড়ি বহরে হামলার ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মাঈন উদ্দিন লিটন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ (চট্টগ্রাম -১) সদস্য মাহবুব উর রহমান রুহেলকে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় এজহারনামীয় ২৬নং আসামি বারইয়ারহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন কমিশনারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ২০২৩ সালের ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়া পথে তাদের শুভেচ্ছা জানানোর জন্য বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১০০/১৫০ জন নেতাকর্মী অবস্থান করেন।

এ সময় কেন্দ্রীয় নেতাদের গাড়ি পৌঁছালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলের হুকুমে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকনের নেতৃত্বে লোহার রড, রাম দা, কিরিচ, লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহাসচিবের গাড়ি বহরের উপর ও উপস্থিত নেতাকর্মীদের উপর হামলা করে। আসামিরা ৫-৮টি গাড়ির সামনের ও পিছনের গ্লাস ভাঙচুর করে ৫ লাখ টাকার ক্ষতি করে। হামলায় মামলার স্বাক্ষী জসিম উদ্দিন ও আলমগীর হোসেন গুরুতর আহত হন।

মামলার বাদী বিএনপি’র নেতা মাঈন উদ্দিন লিটন বলেন, বিগত ২০২৩ সালের ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়া পথে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলের নির্দেশে হামলা করা হয়। এ সময় বিএনপির দুইজন নেতাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। মামলার আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, ২০২৩ সালের ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় মাঈন উদ্দিন লিটন নামে একজন বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২৫-৩০ জনের নামে একটি মামলা দায়ের করেন। এজহারনামীয় নিজাম উদ্দিন কমিশনার নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

“নবদিগন্ত মিরসরাই”র কার্যকরী কমিটি গঠিত

মিরসরাই জোরারগঞ্জ থানায় মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলায় ৩৫ জনের নামে মামলা

Update Time : 05:06:27 pm, Monday, 21 October 2024

বিএনপি’র উদ্যোগে ঢাকা থেকে  রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’র গাড়ি বহরে হামলার ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মাঈন উদ্দিন লিটন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ (চট্টগ্রাম -১) সদস্য মাহবুব উর রহমান রুহেলকে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় এজহারনামীয় ২৬নং আসামি বারইয়ারহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন কমিশনারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ২০২৩ সালের ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়া পথে তাদের শুভেচ্ছা জানানোর জন্য বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১০০/১৫০ জন নেতাকর্মী অবস্থান করেন।

এ সময় কেন্দ্রীয় নেতাদের গাড়ি পৌঁছালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলের হুকুমে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকনের নেতৃত্বে লোহার রড, রাম দা, কিরিচ, লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহাসচিবের গাড়ি বহরের উপর ও উপস্থিত নেতাকর্মীদের উপর হামলা করে। আসামিরা ৫-৮টি গাড়ির সামনের ও পিছনের গ্লাস ভাঙচুর করে ৫ লাখ টাকার ক্ষতি করে। হামলায় মামলার স্বাক্ষী জসিম উদ্দিন ও আলমগীর হোসেন গুরুতর আহত হন।

মামলার বাদী বিএনপি’র নেতা মাঈন উদ্দিন লিটন বলেন, বিগত ২০২৩ সালের ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়া পথে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলের নির্দেশে হামলা করা হয়। এ সময় বিএনপির দুইজন নেতাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। মামলার আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, ২০২৩ সালের ৫ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় মাঈন উদ্দিন লিটন নামে একজন বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২৫-৩০ জনের নামে একটি মামলা দায়ের করেন। এজহারনামীয় নিজাম উদ্দিন কমিশনার নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।