আজ শোকার্ত ১১ জুলাই মিরসরাই ট্র্যাজেডির ১৩তম বার্ষিকী। ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে শিক্ষার্থীরা একটি ট্রাকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। ট্রাকটি ড্রাইভার মফিজ চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বড়তাকিয়া – আবু তোরাব সড়কের সৈদালী এলাকায় রাস্তার দক্ষিণ পাশে ডোবার মধ্যে উল্টে যায়। এ ঘটনায় ৪৩ জন শিক্ষার্থীসহ মোট ৪৫ জন নিহত হয়। নিহত শিক্ষার্থীদের মধ্যে ৩৪ জন ছিল আবু তোরাব উচ্চবিদ্যালয়ের এবং বাকিরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
এক সাথে এত শিক্ষার্থীর মর্মান্তিক মুত্যুর ঘটনার পর শোকার্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, বিকল্প ধারার সভাপতি একেএম বদরুদ্দৌজা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ দেশি-বিদেশি নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্ব মিড়িয়া স্থান পাওয়া দুর্ঘটনাটির খবরের কারণে পুরো পৃথিবীতে তখন ব্যাপক আলোচিত হয়। সেই থেকে ১১ জুলাই দিনটি ‘মিরসরাই ট্র্যাজেডি দিবস’ হিসেবে প্রতিবছর পালিত হয়ে আসছে।
এবিষয়ে রোড সেফটি ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন দাবি জানিয়ে আসছে ‘মিরসরাই ট্র্যাজেডি দিবস’টি জাতীয়ভাবে পালনের জন্য।
দুর্ঘটনার স্থানে নির্মিত স্মৃতি স্তম্ভ “অন্তিম” আর আবুতোরাব স্কুল গেইটে নির্মিত “আবেগ” এ ফুল দিয়ে নিহতদের স্মরণ, আলোচনা সভা, র্যালীসহ নানা আয়োজন থাকছে প্রতিবছরের মতো এবারও।