চট্টগ্রামের মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে,) সকাল ১১ টায় হালিশহরস্থ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে শ্রেষ্ঠ অফিসাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ (বিপিএম)। মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেনকে জেলার শ্রেষ্ঠ অফিসার ঘোষণা করেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এ সময় কবির হোসেনের হাতে তিনি সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। কবির হোসেন ২০২২ সালের ৬ মার্চ মিরসরাই থানায় ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। তিনি মিরসরাই থানায় যোগদান করার এক বছরের মধ্যে মিরসরাই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয় । বিশেষ করে মাদক উদ্ধার, চুরি ডাকাতি, ছিনতাইকৃত মালামাল উদ্ধারের বিশেষ ভূমিকা রাখে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মিরসরাই থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে মাননীয় পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম মহোদয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। আমি মিরসরাই থানার জনগণের সহযোগিতায় ২য় বারের মতো এ সম্মাননা ও পুরস্কার অর্জন করেছি। আমি মিরসরাই থানার সকল অফিসার স্টাফ এবং জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।