মিরসরাই উপজেলার করেরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাতিঘর যুব সংঘের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দক্ষিণ অলিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তি পরীক্ষা সকাল ১০.৩০ মিনিটে শুরু হয়ে শেষ হয় ১১.৩০ মিনিটে।
উক্ত বৃত্তি পরীক্ষায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ১৪০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এমসিকিউ পদ্ধতিতে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধা বৃত্তি পরীক্ষার আহ্বায়ক দক্ষিণ অলিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন শাহজাহান মাষ্টার এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন।
পরীক্ষার হলপরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এয়াছিন মিজান, করেরহাট ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আরিফুল ইসলাম, উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈনউদ্দিন রায়হান, সমাজকর্মী মাকসুদ আলম শাহিন, সমাজকর্মী সরোয়ার উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নুরুল হাসান, সংগঠনের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল সহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য, উপদেষ্টা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বাতিঘর যুব সংঘ ইতোমধ্যে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সামাজিক ও মানবিক কাজ করে ব্যাপক সাড়া ফেলেছে। খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখছে। প্রথমবারের মতো প্রত্যন্ত অঞ্চলে মেধা যাচাই এর লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















