চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের বড়তাকিয়া বিটের বিট কর্মকর্তা অরুণ রায়ের নেতৃত্বে ৩ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগ।
শনিবার (১০ আগস্ট) বিকাল ৪টার দিকে একটি যৌথ অভিযান পরিচালনা করেন সহকারী বন সংরক্ষক (করেরহাট) মোঃ হারুন অর রশীদ-এর নির্দেশনা বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, মিরসরাই থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান সম্পন্ন হয়।
অভিযানের ফলে উত্তর ওয়াহিদপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য মোঃ জাকারিয়া মেম্বারের বাড়ি থেকে গোপনে রাখা অবৈধ কাঠের বিশাল মজুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের মধ্যে রয়েছে সেগুন ৬৪ টুকরা (৮৪.০৯২ সি.এফ.টি), গামার ২০ টুকরা (২৯.৬৮৭ সি.এফ.টি) এবং আকাশমনি ১২ টুকরা (১৮.০৪৫ সি.এফ.টি)। মোট ৯৬ টুকরার কাঠের পরিমাণ ১০৭.২৩ সি.এফ.টি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন মিরসরাই থানার এস.আই মোঃ তোফাজ্জল হোসেন, এসআই মোঃ আলাউদ্দিন, পুলিশের কনস্টেবলরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উদ্ধারকৃত কাঠগুলো বর্তমানে বারৈয়াঢালা রেঞ্জের হেফাজতে রাখা হয়েছে।
বড়তাকিয়া বিট কর্মকর্তা অরুণ রায় বলেন, “পুলিশের সক্রিয় সহযোগিতায় আমরা অবৈধ কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করতে পেরেছি। এই ধরনের অভিযানের মাধ্যমে বন সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে কাজ চলবে।” তিনি মিরসরাই থানার ওসি জনাব মোঃ আতিকুর রহমানকে ধন্যবাদ জানান