চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার হিংঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে নির্বাচনী সভা সম্পন্ন। সোমবার( ২০ অক্টোবর) বিকেলে আজমনগর প্রাথমিক বিদ্যালেয়ের প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
সাবেক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাজ্জাদুল হক সোহাগ ও শহীদ জিয়া স্মৃতি সংসদের সাবেক সভাপতি নাছির উদ্দীনের যৌথ সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সভাপতি ফজুল করিম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক মোশাররফ হোসেন, হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোমিনুল ইসলাম ভূইয়া, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সদস্য সচিব মিনহাজ উদ্দিন টিটু, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোহাম্মদ শিবলী সহ অঙ্গ সংগঠনের প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, ধানের শিষে ভোট দিয়ে আগামীতে রাস্ট্র ক্ষমতা বিএনপিকে আনতে আপনার মূল্যবান ভোট দিবেন। বিএনপির মনোনীত প্রার্থীকে আমরা সবাই জয় যুক্ত করতে একসাথে কাজ করবো। সাবেক উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান দীর্ঘদিন আমাদের সুখে দুঃখে, দুর্দিনে আমাদের পাশে ছিলেন আমরা চাই ধানের শিষের মার্কা তার হাতে তুলে দিয়ে দল তার ত্যাগের মূল্যায়ন করবে।