আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আবুতোরাবের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, উপজেলা যুবদলের সদস্য এসএম সুমন, স্বেচ্ছাসেবক আহবায়ক আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল কাইয়ুম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম, যুবদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক করিম শাহ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সুমন, যুবদল নেতা জামশেদ আলম চৌধুরী তপু, বিএনপি নেতা কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, ছাত্রদল নেতা এরফান উদ্দিন, তৌহিদ সাগর, আব্দুস সালাম রিফাতসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনাক্রমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তারা।