মিরসরাই এর অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পুণরায় নির্বাচিত হয়োছেন আলতাফ হোসেন ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০ সদস্যের আংশিক কার্যকরী পরিষদ কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১৫ডিসেম্বর) বিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান নির্বাচন কমিশন শাখের ইসলাম রাজুর স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কার্যকারী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ উদ্দিন, অর্থ সম্পাদক মো. আবদুর রহিম, ধর্মীয় সম্পাদক মো. মুনির উদ্দীন, শিক্ষা সম্পাদক মিনহাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন আলভী, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম, নির্বাহী সদস্য বেলাল হোসেন।