মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মহামায়া লেকে অবৈধ ভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত বারোশত মিটার জাল জব্দ করেছে বনবিভাগ। রবিবার (৩০ জুলাই) ভোর রাত ৩ টা নাগাদ মহামায়া লেকে অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়। কোনো আসামি আটক করা সম্ভব হয়নি। চট্টগ্রাম উত্তর জেলা বনবিভাগের আওতাধীন মিরসরাই রেঞ্জে অবস্থিত এই লেকে ইতোমধ্যে মাছ আহরণের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়। নিষেধ না মেনে রাতের আঁধারে মৎস্য আহরণের জন্য জাল পেলে একটি চক্র।
গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নওশাদ এবং তার অন্যান্য কর্মকর্তারা অভিযানে বের হলে তাদের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে চলে যায়।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নওশাদ জানান, অবৈধ ভাবে জাল ফেলে মাছ শিকারীদের বিষয়ে অনুসন্ধান চলছে। এই ব্যাপারে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হবে।