মিরসরাই উপজেলার মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে'(উদ্বুদ্ধকরণ) মা ও অবিভাবক সমাবেশ এবং শিশু শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় বিদ্যালয় আঙ্গিনায় মিঠানালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুমের সঞ্চালনায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর শহিদুল আমিন ভূঁইয়া, রামদয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, আজিম মাজহারুল ইসলাম, সমাজসেবক আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, বিদায়ী শিক্ষক তাসলিমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, আজকের শিশুরা আগামীর বাংলাদেশ। এদের সঠিক লালন পালনে মায়ের ভূমিকা সর্বাধিক। তাদের এখন থেকে যতœ নিতে হবে। শিশুদের মোবাইল, যেকোন ডিভাইস থেকে দুরে থাকতে হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















