চট্টগ্রামের মিরসরাইয়ে মুহুরী সেচ প্রকল্প এলাকায় মৎস্য প্রকল্প রক্ষা ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্ষতিগ্রস্থ মৎস্য খামার মালিক ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২১ জুলাই) বিকালে সাড়ে ৪ টায় উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট বাজার এলাকায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: নুরুল আবছার জসিম, মহসিন সম্রাট, শহীদুল ইসলাম, আবদুল সালাম ফোরকান, আবরার হোসেন, আব্দুর জামান অহিদ, শেখ মোহাম্মদ আবরার প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসী সেলিম, দিদার, ইমরান জসিমের নের্তৃত্বে একটি চক্র মৎস্য চাষিদের কাছে গত ১৭ জুলাই ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় একটি মৎস্য প্রকল্পের অগ্নিসংযোগ করে খাদ্য সংরক্ষণ ঘর পুড়িয়ে দেয়। এসময় মাছ লুটের চেষ্ঠা চালিয়ে কর্মচারিদের মারধর করে। আমরা মৎস্য চাষিরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করছি।
এবিষয়ে জানতে চাইয়ে অভিযুক্ত সেলিম বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমি কোন চাঁদা দাবি করিনি। বরং নুরুল আবছার জসিম প্রকাশ ভোল্ডার জসিম আমাদেরকে টাকার বিনিময়ে সরকারি খাস জমি থেকে উচ্ছেদের পায়তারা করছে। আমি একজন অসুস্থ ব্যক্তি। গত কয়েকদিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম।
এদিকে মানববন্ধনে আরো একটি পক্ষকে হট্টগোল করতে দেখা যায়।