আদর্শ গ্রাম শেখটোলা সমাজ কল্যাণ সংস্থার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠন ও লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এর যৌথ উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় থেকে ৪টা পর্যন্ত শেখটোলা গ্রামের উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামশেদ আলম চৌধুরী তপু। ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সেবার মধ্যে ছিল—ফ্রি চক্ষু শিবির, ফ্রি চশমা প্রদান, ফ্রি অপারেশনের মাধ্যমে লেন্স প্রতিস্থাপন, ফ্রি স্বাস্থ্যসেবা, ফ্রি ওষুধ বিতরণ, ফ্রি ডায়াবেটিক টেস্ট ও ব্লাড গ্রুপিং। চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।
ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করেন আদর্শ গ্রাম শেখটোলার উপদেষ্টা ও বিখ্যাত অর্থোপেডিক সার্জন ড. ইকবাল হোসেন চৌধুরী, চেয়ারম্যান ইসলামিয়া জেনারেল হাসপাতাল, ঢাকা। মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা: নাজমুল হাসান রিয়াদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা: চৌধুরী আদনান সামি, মেডিসিন ও বাত ব্যথা বিশেষজ্ঞ ডা: নাসিম রেজা চৌধুরী, গাইনী বিশেষজ্ঞ ডা: জোনাকি দেবী ও ডা: আগ্রশী দেবী চিকিৎসাসেবা প্রদান করেন।
প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব জাহিদ ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, বাংলাদেশ জামাতে ইসলাম এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপদেষ্টা সাবেক অধ্যক্ষ হাসান খান চৌধুরী, ড. কামাল উদ্দিন, লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর রিজিওনাল চেয়ারপার্সন লায়ন মাঈন উদ্দিন মনি, সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, সহ-সভাপতি খোন্দকার মিলাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক তানভীর করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক জোবায়ের আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ হোসেন রিপন এবং কার্যনির্বাহী সদস্য মাওলা উদ্দিন চৌধুরী ও অন্যান্য সদস্যবৃন্দ। মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা এর সকল স্বেচ্ছাসেবী, বিভিন্ন সংগঠন এর সভাপতি – সাধারণ সম্পাদক ও লিও ক্লাব চিটাগং মিরসরাই এর সদস্যরাও উপস্থিত ছিলেন ও কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, শেখটোলা সমাজ কল্যাণ সংস্থা মানুষের জীবনের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। বিশেষভাবে উপদেষ্টা মনির আহমদ ও ডা: ইকবাল হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতা ও উপস্থিতিকে আয়োজকরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















