চট্টগ্রামের মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মার্কেট এর ব্যবসায়ীদের সংগঠন মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় মার্কেটের করিডোরে নবনির্বাচিত সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর উদ্দিনের সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন নাদেরুজ্জামান মেম্বার। পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি শেষে সভাপতির আসন গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি জাফর ইকবাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্যাব সভাপতি নুরুল আলম, চট্টগ্রাম জজকোর্টের এডভোকেট নুরুল করিম এরফান, মিরসরাই উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো আনোয়ারুল হক নিজামী,মদন মোহন জুয়েলার্স মালিক শ্যামল ধর, দি মিরসরাই লাইব্রেরি মালিক ইফতেখার হোসেন পাভেল, শহিদ উল্যা শহিদ, আলাউদ্দিন, সাজ্জাদ হোসেন পিটু, বলাই, মেজবাউল আলম বাবু, দীপক প্রমুখ।
এসময় ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন, সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ থাকলে সকল সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। এই জন্য সবাইকে আন্তরিক হতে হবে। মার্কেট সুন্দর পরিপাটি হলে ক্রেতা বাড়বে, ক্রেতা বাড়লে বিক্রি বাড়বে। মার্কেট জমজমাট হবে। পাশাপাশি মার্কেট এর বিদ্যুৎ সংযোগ , ক্লিনার, নাইটগার্ড, সিসি ক্যমেরা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সমিতি গঠন করে যুগোপযোগী আধুনিক মার্কেট করার প্রস্তাব সবাই সমর্থন করে কর্যকর করার সিদ্ধান্ত নেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি জাফর ইকবাল তার বক্তব্যে মার্কেটের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন।
মার্কেটের ব্যবসায়ীদের সুবিধার্থে সবার সম্মতিতে নানা ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়।