চট্টগ্রাম 1:13 pm, Thursday, 14 August 2025

মিরসরাই সাবেক পৌর মেয়র গিয়াসসহ ৪৮ জনের নামে যুবদল নেতার মামলা

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার সাবেক মেয়র গিয়াস উদ্দিনসহ ৪৮ জনের নামে মামলা করেছে যুবদল নেতা রফিক।

১০ বছর আগে বিএনপির চেয়ারাপরসন খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় চট্টগ্রামের মিরসরাই থানায় মামলা হয়েছে।

মামলায় মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ৪৮ জনের নামে মামলাটি করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ৯ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল আলম দিদার, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি সিরাজ উদ দৌলা, ৭ নং কাটাছরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ,মিরসরাই পৌর কাউন্সিলর শাখের ইসলাম রাজু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই পৌরসভার কাউন্সিলার আল ফাহাত সংগ্রাম, মিরসরাই পৌর আ’লীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী সুজন, পৌর কাউন্সিলার ইলিয়াস লিটন, সদর পৌর আ’লীগের প্রচার সম্পাাদক রিয়াজ উদ্দিন, ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি সিফাত, সাকিব (ইয়াবা শাকিব), আ’লীগ নেতা আরিফ মাঈনুদ্দিন, সালাউদ্দিন আহমেদ, আইয়ুব খান, সালাউদ্দিন রুবেল, শহিদুল ইসলাম, মেহেদী হাসান শুভসহ মিরসরাই পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ২০১৫ সালের ১৫ জানুয়ারি মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনের হুকুমে মামলার অন্যান্য আসামিরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িসহ ১৫-২০টি ল্যান্ড ক্রুজারসহ অন্যান্য গাড়ি ভাঙচুর করে। এ ছাড়াও কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

এতে প্রায় ২ কোটি ২০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। এ ছাড়া আসামিরা হাতে থাকা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমিসহ বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। হামলায় মিরসরাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফসার মিয়াসহ অনেকে আহত হন। এ ঘটনায় কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে প্রাণনাশের হুমকি প্রদান করে।

মিরসরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি)আবদুল কাদের বলেন, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাদি হয়ে ৪৮ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

মিরসরাই সাবেক পৌর মেয়র গিয়াসসহ ৪৮ জনের নামে যুবদল নেতার মামলা

Update Time : 06:41:38 pm, Friday, 15 November 2024

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার সাবেক মেয়র গিয়াস উদ্দিনসহ ৪৮ জনের নামে মামলা করেছে যুবদল নেতা রফিক।

১০ বছর আগে বিএনপির চেয়ারাপরসন খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় চট্টগ্রামের মিরসরাই থানায় মামলা হয়েছে।

মামলায় মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ৪৮ জনের নামে মামলাটি করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ৯ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল আলম দিদার, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি সিরাজ উদ দৌলা, ৭ নং কাটাছরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ,মিরসরাই পৌর কাউন্সিলর শাখের ইসলাম রাজু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই পৌরসভার কাউন্সিলার আল ফাহাত সংগ্রাম, মিরসরাই পৌর আ’লীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী সুজন, পৌর কাউন্সিলার ইলিয়াস লিটন, সদর পৌর আ’লীগের প্রচার সম্পাাদক রিয়াজ উদ্দিন, ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি সিফাত, সাকিব (ইয়াবা শাকিব), আ’লীগ নেতা আরিফ মাঈনুদ্দিন, সালাউদ্দিন আহমেদ, আইয়ুব খান, সালাউদ্দিন রুবেল, শহিদুল ইসলাম, মেহেদী হাসান শুভসহ মিরসরাই পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ২০১৫ সালের ১৫ জানুয়ারি মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনের হুকুমে মামলার অন্যান্য আসামিরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িসহ ১৫-২০টি ল্যান্ড ক্রুজারসহ অন্যান্য গাড়ি ভাঙচুর করে। এ ছাড়াও কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

এতে প্রায় ২ কোটি ২০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। এ ছাড়া আসামিরা হাতে থাকা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমিসহ বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। হামলায় মিরসরাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফসার মিয়াসহ অনেকে আহত হন। এ ঘটনায় কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে প্রাণনাশের হুমকি প্রদান করে।

মিরসরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি)আবদুল কাদের বলেন, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাদি হয়ে ৪৮ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।