বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং হাইতকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর ) বিকালে মহালংকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত সভায় সভাপতিত্ব করেন ১৪নং হাইতকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা মফিজুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা নুরুল কবির এবং উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিনসহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য নির্লোভ নেতৃত্বের লক্ষ্যে সারা দেশের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








