হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার ইউপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন প্রবীন শিক্ষাবিদ দীলিপ কুমার তালুকদার, এনজিও সংস্থা আরডিএফ এর জেলা সমন্ময়কারী সনজিত হাজাং , ইউপি সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি কর্মকর্তা (অব) কানু কুমার নাথ। পূর্বাহ্নে ইউনিয়নের আওতাধীন ১৫টি পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে শান্তিপুর্ন ও নির্ভিগ্নে উদযাপন করার লক্ষ্যে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এর পূর্বে Resource Development Foundation (RDF) এর উদ্যোগে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে USDOS (United States Department of State) এর অর্থায়নে Winrock International এর সহায়তায় Fight Slavery and Trafficking-in-Persons (FSTIP) Pro বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সভা ইউ পি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো.জাকির হোসেন। বেসরকারি এই উন্নয়ন সংস্থাটি উপজেলার মির্জাপুর, ধলই, ছিপাতলী এবং উত্তর মাদার্শা ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করছে। তাছাড়া চট্টগ্রামের পটিয়া ও বাঁশখালী উপজেলায় ও চারটি করে ইউনিয়নে কাজ করছে।#