হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস পার্টি ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (০১ ডিসেম্বর) সকালের দিকে স্ব স্ব বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা রমজান আলী চৌধুরী ও হাটহাজারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পিটিআই সভাপতি ও হাটহাজারী প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক খোরশেদ আলম শিমুল।
এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সহ- সভাপতি মোঃ আবদুল হালিম, মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য গোলাম সরোয়ার ও অভিভাবক সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক মাওলানা লোকমান হাকিম । শিক্ষক নয়ন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শুরুতে বিদায়ী শিক্ষর্থীদের পক্ষ পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়।
অপরদিকে হাটহাজারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস পার্টি ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শামসুল আলম। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর ইসলাম চৌধুরী, পিটি এ সহ-সভাপতি কৃষ্ণপদ চৌধুরী, ,সিনিয়র শিক্ষক মন্দিরা সেন, শাহিনা আক্তার রিনা, মোহাম্মদ আজিজ, নাজিম উদ্দিন, মোহাম্মদ হোসাইন ইকবাল, মেহের জিন্নাত খানম, শাহীন আক্তার, নাসরিন আক্তার, মিতা রায়, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে সুফিয়া সানি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মুহতাদি কাউনাইন মিহরাব। অনুষ্ঠান শেষে অতিথিরা ও সকল শিক্ষক মিলে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে বিদায়ী সংবর্ধনা জানিয়ে তাদের উজ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন।