চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমার প্রস্ততি সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। মির্জাপুর গৌতমাশ্রম বিহারে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়।
বিহারের নান্দনিক ৬ষ্ট সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ও বিহারাধ্যক্ষ ধর্মসারথী উপাধী প্রাপ্ত শ্রীমৎ শাসনানন্দ মহাথের বিএ( সম্মান) এম এ (ফাস্ট ক্লাস) ।
সভায় আসন্ন বুদ্ধ পূর্ণিমার কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সাংস্কৃতিক কর্মী রনজিত কুমার বড়ুয়া, সমাজকর্মী বিজয় দর্শন বড়ুয়া, হরিপদ বড়ুয়া, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, লোকনাথ বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, সার্জন রিশু তোষ বড়ুয়া গুরা , সুব্রত বড়ুয়া বন্দন, সুজন বড়ুয়া মামুন।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৌতমাশ্রম বিহারে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয়, ধর্মীয় পতাকা উত্তোলন, ব্যান্ডপার্টি সহকারে প্রভাত ফেরী, মহামূল্যবান গৌতম বুদ্ধের অস্হি ধাতু প্রদর্শন, বুদ্ধ পূজা, অস্টশীল ও পঞ্চশীল গ্রহন, শিশুদের চিত্রাঙ্কন ও প্রার্থনা প্রতিযোগীতা, বুদ্ধ কীর্তন, আলোক সজ্জা, সন্ধ্যা কালীন প্রদীপ পূজা, বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, পূরুস্কার বিতরণী সভা, প্রার্থীব জগতের শান্তি দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠান।