চট্টগ্রাম 12:09 am, Sunday, 26 October 2025

মির্জাপুর গৌতমাশ্রম বিহারে শুভ দানোত্তম কঠিন দানোৎসব,  বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ও উপসম্পদা অনুষ্ঠান 

হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে গতকাল শনিবার বৌদ্ধদের পবিত্র শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব, বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ও উপসম্পদা অনুষ্ঠান মহাসমারোহে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিহার পরিচালনা কমিটি, বিহারের গৃহসংঘ ও গ্রামবাসী দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিল সকালে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ১৩তম সংঘরাজ, অগ্রমহাপন্ডিত, জ্ঞান ভানক ড,জ্ঞানশ্রী মহাথেরো এর  নিরোগ স্বাস্থ্য কামনায় এবং প্রয়াত সকলের নির্বান শান্তি সুখ,  দেশের শান্তি, সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায়  অস্ট উপকরনসহ সংঘদান, এই বিহারে অবস্থানরত বিনয়শ্রী শ্রামনের উপসম্পদা প্রদান।

প্রথম পর্বের অনুষ্ঠানে পৌরহিত্য করেন ভদন্ত শাসনানন্দ মহাথেরো। এতে আলোচনায় অংশ গ্রহন করেন ভদন্ত ধর্মবোধি মহাথেরো,  নিরোধানন্দ মহাথেরো, বিকালে চীবর ও কল্পতরু দান, উৎসর্গ,  সংর্বর্ধনা অনুষ্ঠান,  এ উপলক্ষে গ্রামের ভূমি পুত্র ষাটের দশকের বাংলাদেশ বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শ্রীমৎ ধর্মানন্দ মহাস্থবিরের নামে বিহারে প্রতিষ্ঠিত সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত চীবর দান সভায় পৌরোহিত্য করেন শ্রীমৎ বিনয় পাল মহাথেরো।  শুরুতে মঙ্গলা চরন তথা পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন মহাপাল মহাথেরো। চীবর দান সভার উদ্বোধন করেন, সংবর্ধিত অতিথি  বিহারাধ্যক্ষ ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথেরো। শুরুতে উদ্বোধন সংগীত পরিবেশন করেন সৃজনী শিল্পী গোষ্ঠীর সংগঠক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রনজিত কুমার বড়ুয়া নেতৃত্বে তারদল।

প্রধান অতিথি ছিলেন ভদন্ত ড, দেবপ্রিয় মহাথেরো।

প্রধান স্বধর্ম দেশক ভদন্ত শাসনাবংশ মহাথেরো  বিশেষ অতিথি ছিলেন ভদন্ত শাসনশ্রী মহাথরো। প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথেরো,  ভদন্ত এম বোধিমিত্র মহাথেরো, দেশনা করেন ভদন্ত অলোকাবংশ মহাথেরো, বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া,  ব্যাংকার সুব্রত বড়ুয়া বন্ধন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুজন বড়ুয়া মামুন,প্রমূখ। পরিশেষে মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের ব্যবস্হাপনায় বিভিন্ন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মির্জাপুর গৌতমাশ্রম বিহারে শুভ দানোত্তম কঠিন দানোৎসব,  বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ও উপসম্পদা অনুষ্ঠান 

মির্জাপুর গৌতমাশ্রম বিহারে শুভ দানোত্তম কঠিন দানোৎসব,  বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ও উপসম্পদা অনুষ্ঠান 

Update Time : 12:01:05 am, Sunday, 26 October 2025

হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে গতকাল শনিবার বৌদ্ধদের পবিত্র শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব, বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ও উপসম্পদা অনুষ্ঠান মহাসমারোহে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিহার পরিচালনা কমিটি, বিহারের গৃহসংঘ ও গ্রামবাসী দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিল সকালে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ১৩তম সংঘরাজ, অগ্রমহাপন্ডিত, জ্ঞান ভানক ড,জ্ঞানশ্রী মহাথেরো এর  নিরোগ স্বাস্থ্য কামনায় এবং প্রয়াত সকলের নির্বান শান্তি সুখ,  দেশের শান্তি, সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায়  অস্ট উপকরনসহ সংঘদান, এই বিহারে অবস্থানরত বিনয়শ্রী শ্রামনের উপসম্পদা প্রদান।

প্রথম পর্বের অনুষ্ঠানে পৌরহিত্য করেন ভদন্ত শাসনানন্দ মহাথেরো। এতে আলোচনায় অংশ গ্রহন করেন ভদন্ত ধর্মবোধি মহাথেরো,  নিরোধানন্দ মহাথেরো, বিকালে চীবর ও কল্পতরু দান, উৎসর্গ,  সংর্বর্ধনা অনুষ্ঠান,  এ উপলক্ষে গ্রামের ভূমি পুত্র ষাটের দশকের বাংলাদেশ বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শ্রীমৎ ধর্মানন্দ মহাস্থবিরের নামে বিহারে প্রতিষ্ঠিত সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত চীবর দান সভায় পৌরোহিত্য করেন শ্রীমৎ বিনয় পাল মহাথেরো।  শুরুতে মঙ্গলা চরন তথা পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন মহাপাল মহাথেরো। চীবর দান সভার উদ্বোধন করেন, সংবর্ধিত অতিথি  বিহারাধ্যক্ষ ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথেরো। শুরুতে উদ্বোধন সংগীত পরিবেশন করেন সৃজনী শিল্পী গোষ্ঠীর সংগঠক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রনজিত কুমার বড়ুয়া নেতৃত্বে তারদল।

প্রধান অতিথি ছিলেন ভদন্ত ড, দেবপ্রিয় মহাথেরো।

প্রধান স্বধর্ম দেশক ভদন্ত শাসনাবংশ মহাথেরো  বিশেষ অতিথি ছিলেন ভদন্ত শাসনশ্রী মহাথরো। প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথেরো,  ভদন্ত এম বোধিমিত্র মহাথেরো, দেশনা করেন ভদন্ত অলোকাবংশ মহাথেরো, বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া,  ব্যাংকার সুব্রত বড়ুয়া বন্ধন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুজন বড়ুয়া মামুন,প্রমূখ। পরিশেষে মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের ব্যবস্হাপনায় বিভিন্ন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়েছে।