মীরসরাইয়ে আওয়ামী মৎস্যজীবীলীগের উদ্যোগে যথাযত মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ১৫ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী মৎস্যজীবীলীগ চট্টগ্রাম উত্তর জেলা সহ- সভাপতি সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব শাহ এমরান চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক সাহাব উদ্দীন, যুগ্ম আহবায়ক শরফ উদ্দীন হায়দার তপন, উপজেলা সদস্য কমান্ডার আক্কাছ মিয়া, শাহাব উদ্দীন চৌধুরী, শেখ আইনুল কবির, খোকন চন্দ্র নাথ, আবু তাহের সবুজ, নেয়ামত উল্ল্যাহ মানিক, মীরসরাই পৌরসভার আহবায়ক শংকর শর্মা, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, ১৩নং মায়ানী ইউনিয়নের আহবায়ক মোঃ সালা উদ্দীন, ৯নং মীরসরাই সদর ইউনিয়নের আহবায়ক বিমল শর্মা সহ প্রমুখ উপস্হিত ছিলেন।