মীরসরাইয়ে দুইটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও শূণ্য সদস্য পদে উপ-নির্বাচনে ৯ প্রার্থী মনোনায়ন দাখিল শেষে বিভিন্ন পদে মোট ৯জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে বাতিল করা হয়েছে ১ জন প্রার্থীর মনোনয়নপত্র।
শুক্রবার (৫ জুলাই) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসাইন এসব তথ্য জানান।
সুত্রে জানা যায়, উপজেলার করেরহাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ ও খৈইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায়। করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদ ও খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ শূণ্য হয়ে পড়ায় উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, করেরহাট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী জামাল উদ্দিন নিজের যথাযথভাবে হলফনামা দাখিল না করা, দাখিলকৃত তথ্যে মামলার তথ্য গোপন করা, পেশা সংক্রান্ত তথ্য না দেয়া এবং শিক্ষাগত যোগ্যতার সমর্থনে প্রমানপত্র দাখিলে ব্যর্থ হওয়ায় বাতিল করা হয়েছে।
করেরহাট ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী আওয়ামী লীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাবেক ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব ও ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ সাইফুদ্দিন মাসুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও খৈয়াছড়া ইউনিয়ন শূণ্য সদস্য পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১টি ভোট কেন্দ্রের ৭৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০০৬৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৬০৭২ জন মহিলা ১৩৯৯১ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। অন্যদিকে খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ১টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৫৫১ জন।
তফসিল অনুযায়ী শুক্রবার (৫ জুলাই) প্রার্থীদের মনোনায়নপত্র বাছাই ও মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ (১০ জুলাই) বুধবার। প্রতিক বরাদ্দ ১১ জুলাই বৃহস্পতিবার। শনিবার (২৭ জুলাই) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।